অশান্ত বাংলাদেশ (Bangladesh)। দেশজুড়ে বিক্ষোভের আগুন, একের পর এক হিংসার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি। বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর হামলা ও খুনের অভিযোগ উঠেছে। এই আবহেই ভারতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ফের আইসিসি-কে চিঠি পাঠাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh)। আসন্ন টি২০ বিশ্বকাপে ভারতে হওয়া বাংলাদেশের ম্যাচগুলি অন্যত্র সরানোর দাবি জানিয়েছে বিসিবি। তাদের প্রস্তাব, ভারত থেকে ম্যাচগুলি শ্রীলঙ্কায় আয়োজন করা হোক।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ (Bangladesh)। গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচ রয়েছে। তার মধ্যে তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বইয়ে। বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক এক মাস আগে ভারতে আসতে আপত্তি জানাচ্ছে বাংলাদেশ। নিরাপত্তার কারণ দেখিয়ে তারা আগেই আইসিসি-কে ম্যাচ সরানোর অনুরোধ করেছিল। তবে সেই দাবি খারিজ করে দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
আইসিসি সেই আবেদন বাতিল করার পর বাংলাদেশে (Bangladesh) ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করে বিসিবি। ওই বৈঠকের পর ফের আইসিসি-কে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে। এর ফলে নতুন করে জল্পনা শুরু হয়েছে, বাংলাদেশের এই অবস্থানের পিছনে অন্য কোনও চাপ বা ইন্ধন রয়েছে কি না।
এই ঘটনার মধ্যেই সামনে এসেছে আরও একটি বিষয়। বিসিসিআইয়ের নির্দেশে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে নিজেদের স্কোয়াড থেকে ছেড়ে দেয়। ফলে চলতি মরসুমে আইপিএল খেলা হচ্ছে না মুস্তাফিজের। এই সিদ্ধান্তের পরই ভারতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে খেলতে না আসার কথা জানায় বিসিবি। দুই ঘটনার যোগসূত্র নিয়ে শুরু হয়েছে চর্চা।
ক্রিকেট মহলের একাংশের মতে, নিরাপত্তার অজুহাতে বাংলাদেশের এই দাবি যুক্তিহীন। পাকিস্তান ছাড়া বিশ্বের প্রায় সব দেশই ভারতে এসে খেলছে। সেই কারণে বাংলাদেশের আবেদন ফের একবার আইসিসি খারিজ করে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে প্রশ্ন উঠছে, এই ইস্যুতে বাংলাদেশকে অন্য কোনও দেশ প্রভাবিত করছে কি না।












