এশিয়া কাপ (Asia Cup) নিয়ে দীর্ঘদিনের জট অবশেষে কাটল। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর প্রধান এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি নিজেই জানালেন, এশিয়া কাপ ২০২৫ হবে সংযুক্ত আরব আমিরশাহিতে এবং তা অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল এসিসি-র এক গুরুত্বপূর্ণ সভা। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই বৈঠকে সরাসরি প্রতিনিধিত্ব না করলেও ভার্চুয়ালি যোগ দেন দুই শীর্ষ কর্তা—রাজীব শুক্লা ও আশিস শেলার (Asia Cup)। এরপর থেকেই জল্পনার পারদ চড়ছিল। তবে সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে চূড়ান্ত আলোচনা শেষে পরিষ্কার করে দেওয়া হল সবকিছু।
মহসিন নকভি এ দিন স্পষ্ট জানান, এশিয়া কাপ (Asia Cup) শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর এবং ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর। অর্থাৎ, পুরো টুর্নামেন্ট হবে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আর এবারের আসর বসবে মরুপ্রান্তের দেশ সংযুক্ত আরব আমিরশাহিতে।
টুর্নামেন্টে অংশ নেবে আটটি দল—ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান এই পাঁচটি টেস্ট খেলুড়ে দল ছাড়াও থাকবে আরব আমিরশাহি, ওমান ও হংকং। তবে ভারত-পাকিস্তান কি এক গ্রুপে থাকবে? এই প্রশ্নের উত্তর এখনও অধরা।
চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করেই শুরু হয়েছিল দ্বিধা-দ্বন্দ্ব। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিরীহ পর্যটকদের নিহত হওয়ার দায় স্বীকার করেছিল পাকিস্তানি জঙ্গি সংগঠন। তার পাল্টা জবাব দেয় ভারত ‘অপারেশন সিঁদুর’ অভিযানের মাধ্যমে। আর তারই ছায়া পড়েছে ক্রিকেটেও।
লেজেন্ডস ক্রিকেট লিগে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হওয়া, দ্বিপাক্ষিক সিরিজ না হওয়া এবং আইসিসি ও এসিসি ইভেন্ট নিরপেক্ষ ভেনুতে আয়োজনের সিদ্ধান্ত—সবই যেন এই ভূ-রাজনৈতিক পরিস্থিতিরই প্রতিফলন। আগামী তিন বছর এসিসি ও আইসিসি-র সব টুর্নামেন্টই নিরপেক্ষ মাঠে আয়োজনের পরিকল্পনা রয়েছে, এবং ভারত-পাকিস্তান এক গ্রুপে থাকবে কি না, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।