Shopping cart

TnewsTnews
  • Home
  • খেলা
  • ৮ বলেই ৫ উইকেট! ভারতীয় বংশোদ্ভূত পেসারের বিশ্বরেকর্ডে শোরগোল ক্রিকেটে, রশিদ খান-জুনেইদ আজিজ সবাই পিছনে
খেলা

৮ বলেই ৫ উইকেট! ভারতীয় বংশোদ্ভূত পেসারের বিশ্বরেকর্ডে শোরগোল ক্রিকেটে, রশিদ খান-জুনেইদ আজিজ সবাই পিছনে

indian origin cricketer
Email :2

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে (T20 Cricket) ইতিহাস গড়ে ফেললেন এক ভারতীয় বংশোদ্ভূত অনামী পেসার। ফিনল্যান্ডের হয়ে খেলা মহেশ তাম্বে মাত্র ৮ বলে ৫টি উইকেট তুলে নিয়ে গড়লেন বিশ্বরেকর্ড (T20 Cricket)। ৬টি ডেলিভারিতে তুলে নেন ৫টি উইকেট—যা আগে কোনও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেখা যায়নি।

মহেশ তাম্বে নামটা এখনও অনেকের কাছে অপরিচিত হলেও, ক্রিকেট দুনিয়ায় এখন তিনিই চর্চার কেন্দ্রে (T20 Cricket)। টি-টোয়েন্টি সিরিজে এস্তোনিয়ার বিরুদ্ধে রীতিমতো ধস নামিয়ে দিয়েছেন এই ডানহাতি মিডিয়াম পেসার। একসময় ১ উইকেটে ৭২ রান করা এস্তোনিয়া শেষ পর্যন্ত গুটিয়ে যায় ১৪১ রানে (T20 Cricket)। শেষ ৭ উইকেট পড়ে যায় মাত্র ৩৭ রানে। এবং এই ধ্বংসের পিছনে একাই ছিলেন মহেশ।

মহেশ তুলে নেন স্টিফান গুচ, সাহিল চৌহান, মহম্মদ উসমান, রূপম বড়ুয়া এবং প্রণয় ঘিওয়ালার উইকেট। তার আগুনে বোলিংয়ে ১০ বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ফিনল্যান্ড (T20 Cricket)।

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড ছিল বাহরিনের জুনেইদ আজিজের নামে, যিনি ২০২২ সালে জার্মানির বিরুদ্ধে ১০ বলে ৫ উইকেট নিয়েছিলেন। তারও আগে, ২০১৭ সালে ১১ বলে ৫ উইকেট নিয়েছিলেন আফগানিস্তানের রশিদ খান। সেই দুই তারকাকে পিছনে ফেলে আজ রেকর্ডবুকে জায়গা করে নিলেন ফিনল্যান্ডের ‘গোপন অস্ত্র’ মহেশ তাম্বে।

এবার দেখার, এই রেকর্ড গড়ে আন্তর্জাতিক মঞ্চে বড় কোনো দলের নজরে পড়তে পারেন কি না মহেশ। তবে এখনই তিনি জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts