Shopping cart

TnewsTnews
  • Home
  • অফবিট
  • WhatsApp-এ এসেছে ম্যাজিকের মতো ফিচার: রিমাইন্ডার দিয়ে মেসেজ মনে করাবে নিজেই
অফবিট

WhatsApp-এ এসেছে ম্যাজিকের মতো ফিচার: রিমাইন্ডার দিয়ে মেসেজ মনে করাবে নিজেই

whats app a
Email :2

হোয়াটসঅ্যাপে (WhatsApp) এবার নতুন ফিচার এসেছে, যা ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ বার্তা মনে রাখার কাজকে সহজ করে দেবে। নাম হলো ‘নোটিফিকেশন রিমাইন্ডার্স ফর মেসেজেস’।

ফিচারটি ব্যবহার করে আপনি যেকোনও মেসেজে রিমাইন্ডার (WhatsApp) সেট করতে পারবেন। এরপর নির্দিষ্ট সময়ে ওই বার্তা স্ক্রিনে ফুটে উঠবে এবং আপনাকে মনে করিয়ে দেবে। যেসব মেসেজে রিমাইন্ডার সেট করা হবে, সেগুলির পাশে একটি ‘রিমাইন্ডার’ আইকন দেখা যাবে। যখন নির্ধারিত সময় আসে এবং বার্তা স্ক্রিনে প্রদর্শিত হয়, তখন স্বয়ংক্রিয়ভাবে ওই আইকন চলে যাবে ।

এই ফিচার  বিশেষভাবে কাজে দেবে গুরুত্বপূর্ণ বার্তা হারিয়ে যাওয়ার বা খুঁজে না পাওয়ার সমস্যায়।

এখন এই ফিচারটি আইফোন ব্যবহারকারীরাই ব্যবহার করতে পারবেন। তবে শিগগিরই অ্যান্ড্রয়েডেও এটি আসার সম্ভাবনা আছে। আইফোনে এই সুবিধা পাওয়া যাবে WhatsApp-এর ২৫.২৫.৭৪ ভার্সনে।

 

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts