Shopping cart

TnewsTnews
  • Home
  • অফবিট
  • সাদা শাড়িতে বিয়ে! ভাইরাল ছবি ঘিরে বিতর্কে মুখ খুললেন মমতা শংকর
অফবিট

সাদা শাড়িতে বিয়ে! ভাইরাল ছবি ঘিরে বিতর্কে মুখ খুললেন মমতা শংকর

social media viral
Email :2

বাঙালির বিয়ের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে টুকটুকে লাল বেনারসি, সিঁথিভর্তি সিঁদুর আর ভারী সোনার গয়না। বিয়ের কনে মানেই লাল—এই ধারণা এতটাই গভীরে বসে আছে যে, অন্য কোনও রঙ কল্পনাই করতে পারেন না অনেকেই। বিশেষ করে সাদা রঙ তো বাঙালি বিয়েতে কার্যত ‘নিষিদ্ধ’। কনে তো দূরের কথা, বিয়ে বাড়িতে আমন্ত্রিত অতিথিরাও সচরাচর সাদা পোশাক এড়িয়ে চলেন। সময়ের সঙ্গে এই রীতিই যেন প্রথায় পরিণত হয়েছে (Viral Picture)।

সেই চিরাচরিত ধারণাতেই ছকভাঙা সাহস দেখালেন এক বঙ্গতনয়া (Viral Picture)। সাদা শাড়ি ও সাদা ওড়নায় বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। বিয়ের সেই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় জোর চর্চা। প্রশংসার পাশাপাশি কটাক্ষ আর ট্রোলেও ভরে ওঠে মন্তব্যের ঘর। অনেকেই কনের পোশাক নিয়ে কড়া ভাষায় আক্রমণ করেন।

জানা গিয়েছে, ওই নববধূর নাম প্রীতিপর্ণা রায়। তিনি পেশায় নৃত্যশিল্পী। তাঁর বিয়ের সাজ নিয়ে মুহূর্তে তৈরি হয় বিতর্ক। কেউ লিখেছেন, ভাইরাল হওয়ার জন্যই নাকি এমন সাজ। কেউ আবার মন্তব্য করেছেন, বাঙালি বিয়ের ঐতিহ্য নষ্ট হচ্ছে। এমনকি কিছু মন্তব্য শালীনতার সীমাও ছাড়িয়ে যায় (Viral Picture)। যদিও অনেকেই আবার নববধূর ব্যক্তিগত পছন্দকে সম্মান জানিয়ে পাশে দাঁড়িয়েছেন।

এই প্রসঙ্গে মুখ খুলেছেন বিশিষ্ট নৃত্যশিল্পী মমতা শংকর। তিনি বলেন, প্রীতিপর্ণাকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। তবে প্রত্যেক মানুষেরই নিজস্ব পছন্দ থাকে এবং বিয়ের মতো ব্যক্তিগত অনুষ্ঠানে সেই পছন্দই গুরুত্ব পায়। মমতা শংকর জানান, সাধারণভাবে হিন্দু ধর্মে বিয়েতে কনের সাদা পোশাক পরার রীতি প্রচলিত নয় ঠিকই, কিন্তু কারও যদি আলাদা বিশ্বাস, দৈব নির্দেশ বা পারিবারিক নিয়ম থাকে, তাহলে তা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। এই নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না বলেই জানান। তাঁর কথায়, বর্তমান সময়ে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা জরুরি, তাই কারও ব্যক্তিগত পছন্দ নিয়ে বিতর্কে জড়াতে তিনি আগ্রহী নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts