Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • “না আছে দুঃখ, না আছে আশা-প্রত্যাশা” – মোদীর সভায় ডাক না পেয়ে অভিমানি দিলীপ ঘোষ
রাজ্য

“না আছে দুঃখ, না আছে আশা-প্রত্যাশা” – মোদীর সভায় ডাক না পেয়ে অভিমানি দিলীপ ঘোষ

Email :26

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরবঙ্গ সফর। কিন্তু সেই সভায় ডাকই পাননি এক সময়ের রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এ নিয়ে অবশেষে মুখ খুললেন দিলীপ। ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ (Dilip Ghosh) বলেন, “আমি তো কোনও পদাধিকারী নই, আমি একজন সাধারণ কর্মী। উত্তরবঙ্গের প্রোগ্রামে ওখানকার লোকেরা থাকবে। যখন কলকাতায় অনুষ্ঠান হবে তখন আমরা থাকব।”

প্রশ্ন ওঠে, তাহলে কি দিলীপ (Dilip Ghosh) ঘোষকে এখন আর গুরুত্ব দিচ্ছে না দল? দিলীপ অবশ্য এই নিয়ে বিরক্ত হতে নারাজ। বলেন, “কে স্বীকার করল, না করল — তাতে কিছু যায় আসে না। আমি আমার কাজ করেছি। আমি রাজ্য সভাপতি বা সাংসদ হব, কোনওদিন ভাবিনি। দায়িত্ব পেয়েছি, নিষ্ঠার সঙ্গে করেছি। আবার যদি দায়িত্ব দেয়, করব। যদি বলে সাধারণ কর্মী হয়ে থাকো, তাও থাকব।”

তবে শুভেন্দু অধিকারী এ নিয়ে কিছু বলেননি। তিনি সাফ বলেন, “পুরো আয়োজন করছে আলিপুরদুয়ার জেলা বিজেপি। কারা থাকবে, সেটা তারাই ঠিক করেছে।”

দলের সঙ্গে দিলীপের দূরত্ব নতুন নয়। তাঁর সাংসদ পদ বদলানো নিয়ে তিনি প্রকাশ্যে ক্ষোভ দেখিয়েছিলেন (Dilip Ghosh)। তার পর দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে কথাবার্তার ছবিতে বিতর্ক আরও বেড়ে যায়। এরপর মোদীর সভায় তাঁর অনুপস্থিতি ঘিরে গুঞ্জন তুঙ্গে— তবে কি বিজেপিতে ক্রমশ ব্রাত্য হয়ে পড়ছেন দিলীপ ঘোষ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts