Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • আরও ৬ মাস দায়িত্বে থাকছেন মনোজ পন্থ! কেন এত গুরুত্বপূর্ণ এই নিয়োগ? জেনে নিন ভিতরের গল্প
রাজ্য

আরও ৬ মাস দায়িত্বে থাকছেন মনোজ পন্থ! কেন এত গুরুত্বপূর্ণ এই নিয়োগ? জেনে নিন ভিতরের গল্প

manoj pant
Email :14

মেয়াদ শেষের দিনই এল বড় ঘোষণা। আজ, ৩০ জুন, মেয়াদ শেষ হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের মুখ্যসচিব (Chief Secretary) মনোজ পন্থের। কে হবেন তাঁর উত্তরসূরি, তা নিয়ে আমলামহলে শুরু হয়ে গিয়েছিল জল্পনা। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল, পশ্চিমবঙ্গের মুখ্যসচিব (Chief Secretary) হিসেবে মনোজ পন্থের মেয়াদ আরও ছ’মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে।

রাজ্যের তরফে গত ২৮ জুন কেন্দ্রের কাছে তাঁর মেয়াদ বাড়ানোর আবেদন করা হয় (Chief Secretary)। সেই আবেদনের ভিত্তিতেই কেন্দ্রের প্রশিক্ষণ ও কর্মিবর্গ দফতর আজ পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারিকে (Chief Secretary) চিঠি পাঠিয়ে জানিয়ে দেয়, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মুখ্যসচিবের পদে বহাল থাকবেন মনোজ পন্থ।

২০২৪ সালের ৩১ আগস্ট ভগবতী প্রসাদ গোপালিকার জায়গায় মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নেন মনোজ পন্থ। তখনও মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধির জন্য কেন্দ্রের কাছে আবেদন করেছিল রাজ্য সরকার, কিন্তু দিল্লি তা খারিজ করে দেয়। তারপরই অর্থসচিব থেকে সরিয়ে মনোজ পন্থকে করা হয় মুখ্যসচিব।

মনোজ পন্থ ১৯৯১ ব্যাচের আইএএস অফিসার। তাঁর রয়েছে তিন দশকেরও বেশি প্রশাসনিক অভিজ্ঞতা। একসময় মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনার জেলাশাসক ছিলেন তিনি। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের ব্যক্তিগত সচিবের দায়িত্বে ছিলেন মনোজ পন্থ। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক মঞ্চেও তাঁর দক্ষতা প্রমাণিত। বিশ্ব ব্যাঙ্কে তিন বছর সিনিয়র অ্যাডভাইজার পদেও কাজ করেছেন তিনি।

২০২3 সালে মুখ্যসচিব পদে দায়িত্ব নেওয়ার আগে তাঁকে রাজ্য সেচ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু গোপালিকার মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ হওয়ার পর রাজ্য সরকার তড়িঘড়ি সিদ্ধান্ত নেয়—মনোজ পন্থই হবেন নতুন মুখ্যসচিব।

এবার সেই দায়িত্ব আরও ছ’মাসের জন্য বাড়ানো হল। এই সিদ্ধান্তের ফলে আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ পর্বে প্রশাসনের হাল ধরেই থাকছেন মনোজ পন্থ। এখন দেখার, এই বাড়তি মেয়াদে রাজ্যের আমলাতন্ত্র কীভাবে সামনে এগোয় এবং রাজনৈতিক সমীকরণে এই নিয়োগ কতটা প্রভাব ফেলে।

সত্যি কি শুধু দক্ষতা? নাকি রাজনৈতিক কৌশল? মুখ্যসচিবের মেয়াদ বাড়ানো নিয়ে এখন রাজ্য-রাজনীতিতে জল্পনার ঝড়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts