গ্রুপ ‘সি’ ও ‘ডি’ কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত ঘিরে ফের উত্তপ্ত হল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা স্পষ্টভাবে জানিয়ে দেন—এই মুহূর্তে রাজ্য সরকার যেন কোনও টাকা না দেয়। দুপুর ২টোয় মামলার ফের শুনানি হবে বলে আদালত জানিয়েছে (Calcutta High Court)।
এদিন আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, দুপুর ২টার সময় তিনি রাজ্যের অবস্থান পরিষ্কার করবেন। অন্যদিকে মামলাকারীদের হয়ে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
তিনি আদালতে (Calcutta High Court) বলেন, রাজ্য সরকার এই ভাতা দিয়ে দুর্নীতিকে রীতিমতো সমর্থন করছে। তাঁর দাবি, রাজ্য তার নিজস্ব ক্ষমতার সীমা লঙ্ঘন করে গ্রুপ সি ও ডি কর্মীদের জন্য এই ভাতা ঘোষণা করেছে, যা আইনত অবৈধ।
বিকাশবাবু আরও বলেন, শুধুমাত্র শিক্ষক নিয়োগে সুপ্রিম কোর্ট সাময়িক কিছু ছাড় দিয়েছে, কিন্তু গ্রুপ সি ও ডি কর্মীদের ক্ষেত্রে কোনও ছাড় সুপ্রিম কোর্ট দেয়নি (Calcutta High Court)।

তিনি প্রশ্ন তোলেন—“সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নির্দেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করার জন্য রাজ্য সরকার কি কোনও আইন প্রণয়ন করতে পারে?” এই মন্তব্যে আদালতে উত্তেজনা ছড়ায়।
বিচারপতি জানান, বিষয়টি গুরুতর, তাই রাজ্যের বক্তব্য শোনার পরই দুপুরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যের তরফে এখন দেখার বিষয়, তারা কী যুক্তি দিয়ে এই ভাতা দেওয়ার সিদ্ধান্তকে আদালতের কাছে ন্যায্য প্রমাণ করতে চায়।