Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • Deepika Padukone: ২০ কোটি টাকার স্বপ্নভঙ্গ! ‘স্পিরিট’-এ দীপিকার বদলে তৃপ্তি
বিনোদন

Deepika Padukone: ২০ কোটি টাকার স্বপ্নভঙ্গ! ‘স্পিরিট’-এ দীপিকার বদলে তৃপ্তি

Email :43

প্রভাসের বহু প্রতীক্ষিত সিনেমা ‘স্পিরিট’-এর অভিনয়দলে (Deepika Padukone)এবার যুক্ত হলেন ‘অ্যানিম্যাল’ খ্যাত অভিনেত্রী তৃপ্তি ডিমরি। ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা শনিবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে এই খবর নিশ্চিত করেন এবং তৃপ্তিকে উষ্ণ অভ্যর্থনা জানান। এদিকে, একাধিক সূত্র অনুযায়ী, দীপিকা পাডুকোনকে (Deepika Padukone) এই সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র দুনিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সন্দীপ রেড্ডি ভাঙ্গা ইনস্টাগ্রামে লিখেছেন, “আমার সিনেমার মহিলা প্রধান চরিত্র এখন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়েছে ”। অপরদিকে তৃপ্তি ডিমরি তাঁর ইনস্টাগ্রামে লেখেন, “এখনও বিশ্বাস করতে পারছি না… এই যাত্রায় আস্থা রাখার জন্য ধন্যবাদ.. আপনার স্বপ্নের অংশ হতে পেরে গর্বিত।”

তেলেগু মিডিয়াগুলোর (যেমন: Gulte ও GreatAndhra.com) প্রতিবেদনে দাবি করা হয়েছে, দীপিকার (Deepika Padukone)সঙ্গে একাধিক বিষয় নিয়ে মতবিরোধের কারণেই পরিচালক তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। দীপিকা (Deepika Padukone)নাকি প্রতিদিন সর্বোচ্চ ৮ ঘণ্টা কাজ করতে চেয়েছিলেন, যার মধ্যে শ্যুটিং টাইম থাকত প্রায় ৬ ঘণ্টা—এতে নির্মাতাদের একাংশ বিষয়টিকে ‘অপেশাদার’ বলে মনে করেন।

তাছাড়া দীপিকা সিনেমার পারিশ্রমিক ছাড়াও লাভের একটা অংশ দাবি করেন বলে অভিযোগ। সব থেকে বড় বিষয়, দীপিকা নাকি তেলেগু সংলাপ বলতে অস্বীকার করেন, যা শ্যুটিংয়ে অসুবিধা সৃষ্টি করে। এই সমস্ত কারণের ফলে, দীপিকাকে নিয়ে পরিচালক সন্দীপ ক্রমশ বিরক্ত হয়ে ওঠেন এবং শেষমেশ তৃপ্তি নেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

উল্লেখ্য, দীপিকা যদি এই সিনেমায় থাকতেন, তবে এটি হতো তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ছবি—প্রায় ২০ কোটি টাকা ফি ধার্য করা হয়েছিল বলে গুজব। কিন্তু তাঁর কিছু অনমনীয় শর্ত এবং সময়ের সীমাবদ্ধতার কারণে পুরো বিষয়টি জটিল হয়ে পড়ে।

স্পিরিট সিনেমাটি প্রভাসের ২৫তম সিনেমা, এবং এটি নিয়ে নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা বড় পরিকল্পনা করছেন। সিনেমার শ্যুটিং শুরু হবে হায়দরাবাদে এবং পরে ভারতের বিভিন্ন রাজ্য ও আন্তর্জাতিক লোকেশনে চলবে বছরব্যাপী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts