Shopping cart

TnewsTnews
বিনোদন

Email :130

গত বছরের মাঝামাঝি বড় চমক দিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Sreejit Mukherjee)। বিরাট স্টার কাস্ট -সহ ঘোষণা করেছিলেন তাঁর (Sreejit Mukherjee) আসন্ন নতুন ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর। এবার ছবি মুক্তির আগে বিশেষ পোস্ট শেয়ার করে সৃজিত (Sreejit Mukherjee) লিখলেন, ‘যা সত্যি, তাই ভ্রম!’

‘এক রুকা হুয়া ফয়সলা’ নাটকের উপর ভিত্তি করে সৃজিত মুখোপাধ্যায় তাঁর এই নতুন ছবিটি বানিয়েছেন। আছেন টলিউডের প্রথম সারির ১২ জন অভিনেতা। গত বছরের ডিসেম্বরে প্রকাশ্যে এসেছিল ছবির পোস্টার ও মুক্তির দিনক্ষণ তারপর আসে ছবিটির টিজার। এবার সৃজিত তাঁর এক্স ক্যান্ডেলে টিজারের খুব সামান্য অংশ পোস্ট করে ক্যাপশনে লিখলেন, ‘যা সত্যি, তাই ভ্রম! #ShotyiBoleShotyiKichhuNei বড়পর্দায় আসছে ২৩শে জানুয়ারি।’

তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীরা নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন কমেন্টে বক্স। একজন লেখেন, ‘আশা করি রাগী মানুষেরা রাগ করবে না।’ দেবের সঙ্গে সৃজিতের সখ্যতা এখন বিশেষ ভাবে নজর কাড়ছে, তাই এক দেবভক্ত লেখেন, ‘দেবদার ফ্যান, সবাই দেখবে এই সিনেমা টা। জয়গুরু।’ আর একজন ছবির গানের বিষয়ে জিজ্ঞাসা করেন, ‘সৃজিত দা ছবির গানগুলো কবে আসবে?’

প্রসঙ্গত, এই ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, কাঞ্চন মল্লিক, ঋত্বিক চক্রবর্তী , অর্জুন চক্রবর্তী ও সুহোত্র মুখোপাধ্যায়কে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

উল্লেখ্য, ‘টেক্কা’য় কাজ করার কথা থাকলেও শেষ মুহূর্তে বেরিয়ে আসেন পরমব্রত তবে এই ছবিতে ফের সৃজিতের সঙ্গে তাঁর যুগলবন্দি। উত্তেজিত নায়কও। গল্পে পরমব্রত চট্টোপাধ্যায়ের চরিত্রের নাম ‘সত্য’। তিনি ছাড়াও রয়েছেন ঋত্বিক। তাঁর চরিত্রের নাম ‘সুমিত’। এছাড়াও অনন্যা চট্টোপাধ্যায়কে এই ছবিতে ‘রূপা’র চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তাছাড়াও ‘কৌশিক’-এর চরিত্রে অর্জুন চক্রবর্তী ও ‘হাবুল’-এর ভূমিকায় ফাল্গুনী চট্টোপাধ্যায়কে অভিনয় করতে দেখা যাবে। ছবিতে কাঞ্চন মল্লিকও রয়েছেন একটি গুরুত্বপূর্ণ ভূমিকায়। এখানে তাঁর চরিত্রের নাম ‘তাপস’। সব মিলিয়ে প্রত্যেকের লুকেই রয়েছে বেশ বড় চমক। কিন্তু তা দর্শকদের মনে কতখানি দাগ কাটতে পারে তাই এখন দেখার।

পরিচালক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছিলেন, ‘নানা মতামত, রাজনীতিক ভাবনা, সেক্সুয়াল ওরিয়েন্টেশন… সম্পূর্ণ সামাজিক স্পেকট্রামকে তুলে ধরার চেষ্টা করেছি’। আর সৃজিতের এই নতুন ছবিতে যে আর্থিক ও রাজনৈতিক -সহ একাধিক সামাজিক বিষয় উঠে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts