বলিউডে ফের নেমে এল শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা মুকুল দেব (Mukul Dev) প্রয়াত। শুক্রবার রাত একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৫৪ বছর (Mukul Dev) ।
‘আর রাজকুমার’, ‘সন অফ সর্দার’ এবং ‘জয় হো’-র মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করা মুকুল দেব (Mukul Dev) বেশ কিছুদিন ধরেই আইসিইউ-তে ভর্তি ছিলেন। তবে তাঁর মৃত্যুর নির্দিষ্ট কারণ এখনো জানানো হয়নি। পরিবারের তরফেও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
অভিনেতার প্রাক্তন বান্ধবী ও অভিনেত্রী দীপশিখা নাগপাল একমাত্র সোশ্যাল মিডিয়ায় এই খবর নিশ্চিত করে শোকপ্রকাশ করেছেন। তাঁর কথায়, “খুব কষ্টের সময় যাচ্ছে। মুকুল অনেকদিন ধরেই ভীষণ অসুস্থ ছিল। তবে মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়।”
দিল্লির এক পাঞ্জাবি পরিবারে জন্মানো মুকুল ছোটবেলা থেকেই গান, নাচের প্রতি আগ্রহী ছিলেন। তিনি শুধু একজন অভিনেতাই নন, একজন প্রশিক্ষিত পাইলটও ছিলেন। ১৯৯৬ সালে ‘মুমকিন’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে অভিনয়ের যাত্রা শুরু হয় তাঁর। বলিউডে অভিষেক ঘটে ‘দস্তক’ ছবির মাধ্যমে, যেখানে সুস্মিতা সেনের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। হিন্দির পাশাপাশি বাংলা, পাঞ্জাবি, কন্নড়, ইংরেজি ভাষার সিনেমাতেও কাজ করেছেন তিনি। তাঁর শেষ ছবি ‘অন্ত’ মুক্তি পায় ২০২২ সালে। উল্লেখ্য, তাঁর দাদা রাহুল দেব-ও বলিউডের একজন পরিচিত মুখ।