Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ইন্দিরা হত্যাকারীদের উদযাপন, সাংবাদিককে মারধর—ভ্যাঙ্কুভারে খালিস্তানি সন্ত্রাসের চিত্র প্রকাশ্যে!
বিদেশ

ইন্দিরা হত্যাকারীদের উদযাপন, সাংবাদিককে মারধর—ভ্যাঙ্কুভারে খালিস্তানি সন্ত্রাসের চিত্র প্রকাশ্যে!

canada reporter
Email :24

ভ্যাঙ্কুভারে এক খালিস্তানপন্থী অনুষ্ঠানে (Khalistani) সংবাদ সংগ্রহ করতে গিয়ে কানাডার এক অনুসন্ধানী সাংবাদিক শারীরিক নিগ্রহ ও হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। রবিবার ঘটনাটি জানিয়ে নিজের এক্স (পূর্বতন টুইটার)-এ ভিডিও প্রমাণসহ শেয়ার করেন সাংবাদিক মোচা বেজিরগান।

তিনি বলেন, “মাত্র দুই ঘণ্টা আগেই ঘটনাটি ঘটেছে, এখনো আমি কাঁপছি । একাধিক খালিস্তানপন্থী (Khalistani) আমাকে ঘিরে ধরে, হুমকি দেয় ও শারীরিকভাবে আক্রমণ করে। আমার ফোনটিও হাত থেকে কেড়ে নেয়।” সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, হামলাকারীরা আচরণে সম্পূর্ণ রাস্তাঘাটের (Khalistani) গুণ্ডার মতো ছিল।

মোচা বেজিরগান আরও জানান, তিনি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড এবং কানাডা—এইসব দেশে খালিস্তান আন্দোলনের (Khalistani) প্রতিবাদ ও কর্মকাণ্ড নিয়ে রিপোর্টিং করছেন এবং তার জন্যই তাঁকে প্রভাবিত করার চেষ্টা চলছে। তিনি বলেন, “ওরা আমাকে কিনে নিতে চায়, প্রভাবিত করতে চায়। কিন্তু আমি একজন স্বাধীন সাংবাদিক এবং এটাই ওদের পছন্দ নয়।”

canadian jounalist
খালিস্তানি হামলার মুখে সাংবাদিক

তিনি জানান, যারা তাঁকে হুমকি দিয়েছে ও আক্রমণ করেছে, তাদের মধ্যে একজন দীর্ঘদিন ধরেই তাঁকে অনলাইনে নানাভাবে মানহানিকর ভাষায় (Khalistani) আক্রমণ করে আসছে। সেই ব্যক্তি যুক্তরাজ্যের নাগরিক, কানাডারও নয়।

মোচা বেজিরগান আরও বলেন, “ভারত ও কানাডার মধ্যে খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিয়ার-এর হত্যাকাণ্ড নিয়ে রাজনৈতিক উত্তেজনা অত্যন্ত স্পর্শকাতর। অথচ খালিস্তানপন্থীরা সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকারীদের উদযাপন করছে—এটাই প্রমাণ করে ওরা কী চায়।”

ঘটনার পর ভিডিও সামনে আসতেই কানাডা জুড়ে নিন্দার ঝড় উঠেছে এবং স্থানীয় প্রশাসন ও পুলিশকে দ্রুত তদন্তের দাবি জানিয়েছে সাংবাদিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts