রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) টেলিফোনে কথা বলেছেন এবং বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। এই আলোচনায় ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত নিয়েও কথা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার ক্রেমলিন অফিসের সহকারী ইউরি উশাকভ ।
তিনি বলেন, “মধ্যপ্রাচ্য এবং ভারত-পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘাত নিয়েও আলোচনা হয়েছে, যেটি প্রেসিডেন্ট ট্রাম্পের (Donald Trump) ব্যক্তিগত হস্তক্ষেপে থেমে যায়।” তবে তিনি এই আলোচনার নির্দিষ্ট বিবরণ জানাননি।
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর, যেখানে ২৬ জন সাধারণ মানুষ নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসীদের দায়ী করে (Donald Trump) ।
এর জবাবে, ভারত ৭ মে চালায় ‘অপারেশন সিঁদুর’, যেখানে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (PoK) মধ্যে অবস্থিত সন্ত্রাসী ঘাঁটিতে নিখুঁত হামলা চালানো হয়। পাকিস্তান পাল্টা হামলা চালায়। তবে ১০ মে, দুই দেশই যুদ্ধবিরতির ঘোষণা করে (Donald Trump) ।
এই পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই পুতিন-ট্রাম্প (Donald Trump) ফোনালাপটি হয়।
এই ফোনালাপের পরে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া Truth Social-এ বিস্তারিত শেয়ার করেন। তিনি লেখেন, “আমি মাত্রই প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছি, সময় লেগেছে প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট। আমরা ইউক্রেনের হামলা, উভয় পক্ষের আক্রমণ, ইরানের পারমাণবিক কর্মসূচি, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি।”
ট্রাম্প আরও বলেন, “পুতিন বলেছেন, রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলার প্রতিক্রিয়া তিনি দেবেন। ইরানকে নিয়ে আমরা একমত হয়েছি যে তাদের পারমাণবিক অস্ত্র থাকা চলবে না। পুতিন জানিয়েছেন, তিনি এই বিষয়ে আলোচনায় অংশ নিতে চান এবং ইরানের ওপর প্রভাব ফেলতে সাহায্য করতে পারেন।”
এদিকে, রাশিয়া বলেছে তারা ইউক্রেন থেকে আসা ড্রোন হামলার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছে এবং পশ্চিমা দেশগুলোর ওপরও হামলাকে উৎসাহ দেওয়ার অভিযোগ এনেছে।