Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • ইউটিউবার আসলে মুখোশ! জ্যোতির বিরুদ্ধে আরও বিস্ফোরক তথ্য প্রকাশ্যে
দেশ

ইউটিউবার আসলে মুখোশ! জ্যোতির বিরুদ্ধে আরও বিস্ফোরক তথ্য প্রকাশ্যে

Email :12

ইউটিউবারের (Youtuber) ছদ্মবেশে আসলে কি পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি চালাতেন জ্যোতি মালহোত্রা? যত দিন যাচ্ছে, জিজ্ঞাসাবাদে উঠে আসছে তেমনই বিস্ফোরক তথ্য। এবার আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে গোয়েন্দাদের হাতে। শুধু দিল্লিতে পাক দূতাবাসের কর্মী দানিশ নয়, পাকিস্তানের এক প্রাক্তন পুলিশ অফিসার নাসির ধিলোঁর সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল হরিয়ানার এই ইউটিউবারের (Youtuber) ।

গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তান পুলিশের সাবেক সাব-ইন্সপেক্টর নাসির ধিলোঁ বর্তমানে একটি ইউটিউব চ্যানেল চালান (Youtuber) । তবে তাঁর এই ইউটিউব অ্যাক্টিভিটির আড়ালে নাকি রয়েছে অন্য উদ্দেশ্য। সন্দেহ, তিনি আইএসআই ও পাকিস্তান সেনার হয়ে ভারতীয় ইউটিউবারদের সঙ্গে বন্ধুত্ব করতেন, যাতে ধীরে ধীরে তাদের কাছ থেকে গোপন তথ্য জোগাড় করা যায় (Youtuber) ।

জানা গেছে, জ্যোতি যখন প্রথমবার পাকিস্তান গিয়েছিলেন, তখন তিনি নাসিরের এক পডকাস্টে অংশ নিয়েছিলেন। তারপর থেকেই দু’জনের মধ্যে নিয়মিত যোগাযোগ শুরু হয়।

তদন্তকারীরা মনে করছেন, নাসির ভারতীয় ইউটিউবারদের সঙ্গে ‘বন্ধুত্ব’ করতেন, পরে তাদের আইএসআই এজেন্টদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতেন। ভারতের প্রতিরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে গোপন তথ্য সংগ্রহ করাই ছিল মূল উদ্দেশ্য।

নাসিরের সখ্য ছিল দিল্লিতে পাক দূতাবাসের প্রাক্তন কর্মী দানিশের সঙ্গেও। সেই দানিশের আমন্ত্রণেই জ্যোতিকে পাক দূতাবাসের এক অনুষ্ঠানে দেখা গিয়েছিল। ১৩ মে গুপ্তচরবৃত্তির অভিযোগে দানিশকে দেশে ফেরত পাঠানো হয়। আর ১৬ মে গ্রেফতার করা হয় জ্যোতিকে। এর পর থেকে একের পর এক গ্রেফতারি ও জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে আরও বিস্ফোরক তথ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts