Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • Mumbai attack: ভারতে ফিরতে হবেই মুম্বই হামলার মূলচক্রীকে! সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
দেশ

Mumbai attack: ভারতে ফিরতে হবেই মুম্বই হামলার মূলচক্রীকে! সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Email :87

মুম্বই হামলার (Mumbai attack) অন্যতম অভিযুক্ত তাহাউর রানার শেষ চেষ্টা ব্যর্থ। মার্কিন সুপ্রিম কোর্ট তার আবেদন খারিজ করে দেওয়ায় (Mumbai attack), ভারতে প্রত্যর্পণ প্রায় নিশ্চিত হয়ে গেল। পাক বংশোদ্ভূত এই কানাডীয় নাগরিককে ভারতের হাতে তুলে (Mumbai attack) দেওয়ার অনুমতি দিয়েছে আমেরিকা।

প্রত্যর্পণ এড়াতে শেষ চেষ্টা হিসেবে মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তাহাউর। তবে বিচারপতি এলিনা কাগান তার আবেদন গ্রহণ করতে রাজি হননি। এখন একমাত্র উপায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে জরুরি ভিত্তিতে নতুন আবেদন করা, যা তাহাউরের আইনজীবীরা ইতিমধ্যেই করেছেন।

২০০৮ সালের মুম্বই হামলার অন্যতম চক্রী হিসেবে অভিযুক্ত তাহাউর রানা লস্কর-ই-তৈবার জঙ্গি ডেভিড হেডলির ঘনিষ্ঠ সহযোগী। ওই ভয়াবহ হামলায় ১৭৫ জন নিহত হয়েছিলেন। বর্তমানে তাহাউর লস অ্যাঞ্জেলসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি।

গত সপ্তাহে তাহাউর যুক্তি দিয়েছিল, ভারতে প্রত্যর্পিত হলে তাকে নির্যাতনের শিকার হতে হবে, কারণ সে পাকিস্তানি বংশোদ্ভূত মুসলিম। তবে সুপ্রিম কোর্ট তার আশঙ্কা আমলে নেয়নি। এখন দেখার, শেষ মুহূর্তে নতুন আইনি পদক্ষেপ তাকে ভারতের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া থামাতে পারে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts