Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • “বকরি নয়, নিজেকেই কুরবানি দিচ্ছি” — ঈদের দিনে গলা কেটে আত্মহত্যা!
দেশ

“বকরি নয়, নিজেকেই কুরবানি দিচ্ছি” — ঈদের দিনে গলা কেটে আত্মহত্যা!

Up man
Email :10

উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ঈদের সকালে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। ৬০ বছরের এক ব্যক্তি, ঈদের দিন নিজেকে ‘আল্লাহর উদ্দেশে কুরবানি’ দেওয়ার কথা জানিয়ে আত্মহত্যা করলেন। মৃত ব্যক্তির নাম ইশ মোহাম্মদ আনসারি। তিনি শনিবার সকালে নিজের বাড়ির পাশের একটি ঝুপড়ি ঘরে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঈদের নামাজ পড়ে (Uttar Pradesh) সকাল ১০টা নাগাদ সুলতান সৈয়দ মখদুম আশরাফ শাহ দরগা থেকে ফেরেন আনসারি। বাড়ি ফিরে সরাসরি ঝুপড়ি ঘরে চলে যান। সেখানেই একটি ধারালো ছুরি দিয়ে নিজের গলা কাটেন। চিৎকার শুনে তাঁর পরিবার ছুটে আসে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় (Uttar Pradesh)। পুলিশ ও পরিবারের সাহায্যে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে গোরখপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়, যেখানে তিনি মারা যান।

Suicide note
আত্মহত্যার আগের চিঠি

মৃতদেহের (Uttar Pradesh) পাশ থেকে একটি হাতে লেখা সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। চিঠির ভাষা স্থানীয়দের স্তম্ভিত করেছে। সেখানে লেখা ছিল— “ইনসান বকরেকে নিজের ছেলের মতো পালন করে, তারপর কুরবানি দেয়। ও-ও তো একটা জীব। কুরবানি আমাদের নিজেদের দেওয়া উচিত। আমি নিজেকে আল্লাহর রসূলের নামে কুরবানি দিচ্ছি।”

এই ঘটনার পরে এলাকায় নেমে এসেছে শোক ও বিস্ময়ের ছায়া (Uttar Pradesh) । মৃতের স্ত্রী হাজরা খাতুন জানিয়েছেন, তাঁর স্বামীর আচরণে এর আগে আত্মহত্যার কোনও ইঙ্গিত ছিল না।

ঘটনার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার অরবিন্দ কুমার বর্মা জানিয়েছেন, “প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ইশ মোহাম্মদ নিজেই নিজের গলায় আঘাত করেছেন। তবে সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চলছে।” মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts