ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কেরলের নার্স নিমিশা প্রিয়াকে (Nimisha Priya) নিরাপদে ভারতে ফিরিয়ে আনার চেষ্টায় জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে কেন্দ্রের তরফ থেকে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামাইয়া সাফ জানিয়েছেন, সরকার চায়—নিমিশা প্রিয়া (Nimisha Priya) সাবধানে, নিরাপদে দেশে ফিরে আসুন। তবে এই প্রক্রিয়ায় যারা মধ্যস্থতা করছে, বিশেষ করে যেসব ব্যক্তি বা বেসরকারি সংস্থা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছে, তাদের আরও বেশি সতর্কভাবে পদক্ষেপ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। ‘সেভ নিমিশা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিল’ নামে একটি সংগঠন এদিন সুপ্রিম কোর্টে ইয়েমেনে গিয়ে আলোচনার অনুমতি চায় (Nimisha Priya) । তবে আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয়, এই সংগঠন যেন সরাসরি কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করে এবং সমস্ত পদক্ষেপ সরকারকে জানিয়েই নেয়। আদালত জানিয়ে দিয়েছে, আগামী ১৪ অগস্ট ফের এই মামলার শুনানি হবে (Nimisha Priya) ।
উল্লেখ্য, ১৬ জুলাই নিমিশার (Nimisha Priya) ফাঁসি হওয়ার কথা ছিল। কিন্তু ঠিক আগের দিনই সেই ফাঁসি স্থগিত করে ইয়েমেন সরকার। তবে এতে তাঁর প্রাণরক্ষা নিশ্চিত হয়েছে, এমনটা এখনও বলা যাচ্ছে না। মৃত্যুদণ্ড স্থগিত হলেও নিমিশা এখনও আইনি ঝুঁকির মধ্যেই রয়েছেন।
নিমিশার আইনজীবী সুভাষ চন্দ্রন জানিয়েছেন, ইয়েমেনে নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে মধ্যস্থতার চেষ্টা চলছে। ভারতের গ্র্যান্ড মুফতির হস্তক্ষেপে আলোচনার টেবিলে দুই পক্ষ বসলেও, নিহতের পরিবার এখনও পর্যন্ত কোনও নমনীয়তা দেখায়নি। তারা সাফ জানিয়ে দিয়েছে—নিমিশাকে তারা ক্ষমা করবে না। এমনকি ব্লাডমানি (রক্তের দাম) নেওয়ার প্রস্তাবও তারা খারিজ করে দিয়েছে।
ফলে এখনও অনিশ্চয়তা কাটেনি নিমিশা প্রিয়ার ভাগ্যে। তবে ভারতের তরফ থেকে কূটনৈতিক স্তরে ও আদালতের নির্দেশ মেনে তাঁকে দেশে ফেরাতে আপ্রাণ চেষ্টা