এক মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে বোমা রাখার মিথ্যে হুমকি দিয়ে গোটা ক্যাম্পাসে আতঙ্ক ছড়ানোর অভিযোগে এক পিজি ছাত্রীকে (Medical Student) গ্রেফতার করল উল্লাল পুলিশ। পুলিশ জানিয়েছে, ছাত্রীটি শুধুমাত্র একটি সেমিনারে অংশ না নিতে চেয়েই এই ভুয়ো ফোন কল করেছিলেন।
ঘটনাটি ঘটেছে জুন মাসের ৪ তারিখ সকালে (Medical Student) । সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ দক্ষিণ ভারতের ডেরালকাট্টের একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে এক অজানা নম্বর থেকে পাঁচটি টানা ফোন কল আসে। কলারের দাবি ছিল, হাসপাতালে বোমা রাখা হয়েছে।
এই ফোন পাওয়ার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে ডাক্তার, হাসপাতালের কর্মী ও রোগীদের মধ্যে। সঙ্গে সঙ্গে বিশাল সংখ্যক নিরাপত্তা বাহিনী, বম্ব ডিসপোজাল স্কোয়াড ও ডগ স্কোয়াড নামানো হয়। হাসপাতালের মূল বিল্ডিং (Medical Student) থেকে শুরু করে পার্কিং এলাকা পর্যন্ত টানা ১০ ঘণ্টা ধরে চিরুনি তল্লাশি চলে।
শেষমেশ কোথাও কোনও বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
প্রথমে ওই ছাত্রী নিজেই একটি অভিযোগ দায়ের করেছিলেন, যাতে জানা যায় সে-ও আতঙ্কিত (Medical Student) । সেই অভিযোগের ভিত্তিতে উল্লাল থানায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS 2023)-এর ধারা ৩৫২(২) ও ৩৫২(৪)-এর অধীনে মামলা দায়ের হয়।
তবে ফরেনসিক ও টেকনিক্যাল তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য—ছাত্রীটিই নিজেই ওই ভুয়ো ফোন করেছিল। তদন্তে জানা যায়, সে নাকি সেদিন একটি সেমিনারে নিজের গবেষণা পেপার উপস্থাপন করতে চাইছিল না (Medical Student) । তাই সেই দায় এড়াতেই এমন কাণ্ড ঘটায়।
পুলিশ তার ব্যবহৃত মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে এবং তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। তদন্ত চলছে।