Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • “বাঁচার আর কোনও উপায় ছিল না…” – দিল্লির বহুতলে আগুন, ছেলেমেয়েকে নিয়ে ঝাঁপ বাবার!
দেশ

“বাঁচার আর কোনও উপায় ছিল না…” – দিল্লির বহুতলে আগুন, ছেলেমেয়েকে নিয়ে ঝাঁপ বাবার!

fire breaks out delhi
Email :10

দিল্লির দ্বারকার সেক্টর ১৩-তে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire Breaks Out) জেরে প্রাণ গেল একই পরিবারের তিন সদস্যের। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ একটি বহুতল আবাসনের আট তলায় হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ফ্লোরে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের মোট ৮টি ইঞ্জিন, বহু চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

কিন্তু তার আগেই ঘটে মর্মান্তিক ঘটনা (Fire Breaks Out)। আগুনে আটকে পড়েছিলেন যাদব পরিবারের পাঁচ সদস্য। আগুনের ভয়াবহতা দেখে আতঙ্কে নিজের ১০ বছরের ছেলে ও মেয়েকে নিয়ে বারান্দা থেকে ঝাঁপ দেন যশ যাদব। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা জানান, তিন জনই ইতিমধ্যেই মারা গিয়েছেন।

 

যাদব পরিবারের (Fire Breaks Out) বাকি দুই সদস্য, যশ যাদবের স্ত্রী ও বড় ছেলে আগুনে আটকে পড়েন। পরে দমকল বাহিনীর সাহায্যে তাঁদের উদ্ধার করা হয়। বর্তমানে তাঁরা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts