Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • বাবার একমাত্র মেয়ে! ছয়টা ব্যাকলগই নিয়ে গেল তেজস্বিনীকে মৃত্যুর দোরগোড়ায়!
দেশ

বাবার একমাত্র মেয়ে! ছয়টা ব্যাকলগই নিয়ে গেল তেজস্বিনীকে মৃত্যুর দোরগোড়ায়!

deadbody
Email :17

কর্ণাটকের কোডাগু জেলার পনমপেটের হাল্লিগাট্টু CET কলেজে প্রথম বর্ষের এক ছাত্রী আত্মহত্যা করেছে (Karnataka)। মৃত ছাত্রী, তেজস্বিনী (১৯), আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং (AIML)-এর ছাত্রী ছিলেন।

পুলিশ জানিয়েছে, ছাত্রী নিজের (Karnataka) হোস্টেল ঘরে আত্মঘাতী হন। ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে যেখানে লেখা, তিনি পড়াশোনার চাপ সহ্য করতে পারছেন না এবং ছয়টি ব্যাকলগের কারণে পড়াশোনা চালিয়ে যেতে চান না। তেজস্বিনী ছিলেন রাইচুর জেলার (Karnataka) বাসিন্দা মহন্তাপ্পার একমাত্র কন্যা।

প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন আগেই তেজস্বিনী তার ১৯তম জন্মদিন পালন করেছিলেন। যেসব বন্ধুরা তখন উপস্থিত থাকতে পারেননি, বুধবার তাদের জন্য আবার মিষ্টি বিতরণ করেন।

বিকেল সাড়ে ৪টা নাগাদ, এক সহপাঠী লক্ষ্য করেন তেজস্বিনীর ঘর ভিতর থেকে তালাবদ্ধ। ডাকাডাকি করেও সাড়া না মেলায় হোস্টেল সুপারভাইজারকে খবর দেওয়া হয়। দরজা ভেঙে তেজস্বিনীকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পাশে পড়ে ছিল সেই আত্মহত্যার চিঠি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts