Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • গুজরাটে শিশুর শরীরে করোনা, মুম্বইয়ে মৃত্যু—ভারত কি ফের বিপদের মুখে?
দেশ

গুজরাটে শিশুর শরীরে করোনা, মুম্বইয়ে মৃত্যু—ভারত কি ফের বিপদের মুখে?

Email :57

দেশে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা ভাইরাস (Corona Virus)। গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানা ও বেঙ্গালুরুর মতো রাজ্যগুলোতে নতুন করে বাড়ছে (Corona Virus) সংক্রমণ। গত শুক্রবার গুজরাটে ২০ মাসের এক শিশুর শরীরে মিলেছে করোনার (Corona Virus) সংক্রমণ। ইতিমধ্যেই গোটা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১২। মৃত্যুও হয়েছে ২ জনের। ফলে সাধারণ মানুষের মধ্যে নতুন করে ছড়াচ্ছে আতঙ্ক (Corona Virus)।

চিন্তায় ফেলেছে ভাইরাসের নতুন রূপ—JN1 ভ্যারিয়েন্ট। AIIMS-Delhi-র অধ্যাপক ড. সঞ্জয় রাই জানিয়েছেন, এই ভ্যারিয়েন্টটি ওমিক্রনের একটি সাব-ভ্যারিয়েন্ট। যদিও চিকিৎসকদের মতে, এই নতুন প্রজাতি নিয়ে আতঙ্কের কিছু নেই। তবে যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের থাকতে হবে বিশেষভাবে সতর্ক।

এর মধ্যেই দিল্লি সরকার কড়া গাইডলাইন জারি করেছে। সব হাসপাতালকে তৈরি থাকতে বলা হয়েছে। পর্যাপ্ত অক্সিজেন, ওষুধ ও ভ্যাকসিন মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আক্রান্তদের নমুনা সংগ্রহ করে জেনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হচ্ছে লোকনায়ক হাসপাতালে। একইসঙ্গে নির্দেশ, সব তথ্য নির্দিষ্ট পোর্টালে প্রকাশ করতে হবে।

শুধু ভারতেই নয়, করোনা বাড়ছে পাকিস্তান, চিন, থাইল্যান্ড ও সিঙ্গাপুরে-ও। গুজরাটে ইতিমধ্যেই নতুন করে আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৪০। সূত্রের খবর, মুম্বইয়ে একজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।

চিকিৎসকরা বলছেন—আতঙ্ক নয়, প্রয়োজন সতর্কতা এবং প্রস্তুতি। তবে নতুন করে ভাইরাস ছড়াতে থাকলে দেশে আবারও চাপ বাড়তে পারে স্বাস্থ্যব্যবস্থার উপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts