মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রেওয়া জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল সাত তীর্থযাত্রীর। বৃহস্পতিবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ন্যাশনাল হাইওয়ে ৩০-এ, সোহাগি ভ্যালির কাছে।
পুলিশ জানিয়েছে, একটি দ্রুতগতির ট্রাক আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং একটি অটো-রিকশাকে সজোরে ধাক্কা মারে (Madhya Pradesh)। সেই অটোতেই ছিলেন আটজন তীর্থযাত্রী। তাঁরা উত্তরপ্রদেশের বৈস (Madhya Pradesh) এলাকায় ফিরছিলেন। তার আগে তাঁরা প্রয়াগরাজে গঙ্গাস্নান সেরে ফিরছিলেন।’
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই সাতজন তীর্থযাত্রীর মৃত্যু হয়। তাঁদের মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনায় অটো-রিকশাটি একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। ট্রাকটিও রাস্তার ধারে উল্টে পড়ে থাকতে দেখা যায়।
ঘটনাস্থলের যেসব ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দুর্ঘটনার ভয়াবহতা স্পষ্ট। দুমড়ে যাওয়া অটো এবং উল্টে যাওয়া ট্রাকের অবস্থা দেখে চোখে জল এসে যাচ্ছে স্থানীয়দের।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ট্রাক চালককে চিহ্নিত করা ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তীর্থযাত্রীদের পরিবার এবং বৈস গ্রামে।