Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • গরু কেনাবেচায় ‘কাটমানি’র রাজত্ব! পঞ্চায়েতের নাম ব্যবহার করে কোটি টাকার তোলাবাজি!
জেলা

গরু কেনাবেচায় ‘কাটমানি’র রাজত্ব! পঞ্চায়েতের নাম ব্যবহার করে কোটি টাকার তোলাবাজি!

cow market
Email :23

সুন্দরবনের গোসাবা থানার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের বেলতলী বাজারে গরুর হাটে (Sundarban) তোলাবাজির অভিযোগ উঠেছে। প্রতি বৃহস্পতিবার ও রবিবার এখানে হাট বসে, তার মধ্যে রবিবার গরুর হাট অনুষ্ঠিত হয়। এই হাটে গরু কারবারি এবং ক্রেতাদের কাছ থেকে প্রতি এক হাজার টাকার ওপর ৩০ টাকা করে কাটমানি নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানাচ্ছেন, এই তোলাবাজির জন্য পঞ্চায়েতের (Sundarban) নামে সাদা কাগজে বিল ছাপানো হচ্ছে। কিন্তু ওই কাগজে পঞ্চায়েতের স্ট্যাম্প বা প্রধানের কোনও স্বাক্ষর পাওয়া যায় না, তবুও প্রকাশ্যে গরু কারবারি ও ক্রেতাদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে।

cow marker
ফাইল ছবি

স্থানীয় পঞ্চায়েত প্রধানের আত্মীয় শীতেশ প্রামাণিক এই অভিযোগ (Sundarban) অস্বীকার করে বলেছেন, “বাজারের উন্নয়নের জন্য এই টাকা নেওয়া হয় এবং এটি সবই আইন মেনে করা হচ্ছে। গরু নিয়ে যাওয়ার সময় অনেকবার গরু কারবারিরা রাস্তা আটকে সমস্যায় পড়েন। সেই জন্য পঞ্চায়েতের তরফ থেকে একটি রশিদ ব্যবস্থা করা হয়েছে যাতে তারা কোন সমস্যায় না পড়ে।”

অন্যদিকে, গরু ব্যবসায়ী (Sundarban) সাহালাম মোল্লা অভিযোগ করেন, “প্রতি এক হাজার টাকার ওপর ৩০ টাকা করে কাটমানি নেওয়া হয়। এইভাবে গরু কিনলে লোকসান হবে।”

এ ঘটনায় এলাকার ক্রেতা-বিক্রেতা ও স্থানীয় মানুষদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দাবি করছেন, এই ধরনের অবৈধ তোলাবাজির বিরুদ্ধে সরকার ও প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts