Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • ক্রেপ ব্যান্ডেজ দিয়ে আত্মহত্যা? রহস্য ঘনাচ্ছে কোয়েলের মৃত্যু ঘিরে
জেলা

ক্রেপ ব্যান্ডেজ দিয়ে আত্মহত্যা? রহস্য ঘনাচ্ছে কোয়েলের মৃত্যু ঘিরে

deadbody
Email :17

পাঁশকুড়ার (Panskura) ছাত্রী কোয়েল অধিকারীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। হস্টেল বাথরুম থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বয়স মাত্র ২২। এমএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন কোয়েল। রবিবার ভোরে বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আসে মৃত্যুর (Panskura) খবর।

কোয়েলের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার (Panskura) কাঁটাবনী শাসন এলাকায়। তাঁর পরিবার এখনও মানতে পারছে না, এটি আত্মহত্যা। পরিবারের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ করেনি।

কোয়েলের মা রেখা অধিকারী জানান, কোয়েল সকালে হস্টেল পৌঁছে ফোন করেছিল। তারপর দুপুরের পর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন। পরে এক বান্ধবীর ফোনে খবর পান, তাঁর মেয়ে গলায় ক্রেপ ব্যান্ডেজ পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ওই বান্ধবী এরপর ফোন বন্ধ করে দেন। বিষয়টি জানতে পরিবারের সদস্যরা বর্ধমান থানায় ফোন করেন। সেখান থেকেই নিশ্চিত হন মেয়ের মৃত্যুর খবর।

মৃতা কোয়েলের বাবা কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকেন। দুই মেয়ের মধ্যে কোয়েল ছিলেন বড়। পরিবারের দাবি, আত্মহত্যার কারণ স্পষ্ট নয়। আদৌ এটি আত্মহত্যা, না কি এর পেছনে অন্য কিছু লুকিয়ে আছে, তা খতিয়ে দেখার দাবি উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts