Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • Chanchura: ১৩ কেজির অজানা পার্সেল! লেখা অস্পষ্ট, কোথা থেকে এল এই ভয়ংকর জিনিস?
জেলা

Chanchura: ১৩ কেজির অজানা পার্সেল! লেখা অস্পষ্ট, কোথা থেকে এল এই ভয়ংকর জিনিস?

চঁচূড়া
Email :10

চাঞ্চল্য ছড়াল হুগলির চুঁচুড়া (Chanchura) পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের চকবাজার এলাকায়। প্রায় ১৩ কেজি ওজনের একটি সন্দেহজনক পার্সেল পড়ে থাকতে দেখা যায় এলাকার এক মঠের সামনের রাস্তায়। রাতের অন্ধকারে এমন ভারী প্যাকেট রাস্তার কোনায় পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারা (Chanchura) তৎক্ষণাৎ পুলিশে খবর দেন।

রাত ১০টার পর চুঁচুড়া (Chanchura) থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতে পুলিশও সতর্কতাবশত কিছুটা দূরত্ব বজায় রেখে পরিস্থিতি দেখে। পরে আধিকারিকরা সাহসিকতার সঙ্গে পার্সেলটি উদ্ধার করেন এবং সেটিকে থানায় নিয়ে যান। প্রাথমিকভাবে জানা গেছে, পার্সেলের গায়ে প্রেরক এবং প্রাপকের নাম ও ঠিকানা থাকলেও তা এতটাই অস্পষ্ট যে পাঠক বা গন্তব্য কিছুই পরিষ্কার নয়।

পুলিশ জানিয়েছে, এমন ভারী ও অজ্ঞাত পরিচয়ের পার্সেল সাধারণত রাস্তায় (Chanchura) পড়ে থাকা অস্বাভাবিক এবং সন্দেহজনক। তাই তারা সবদিক খতিয়ে দেখছে। পার্সেলটি কীসে ভরা, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষজ্ঞদের উপস্থিতিতে সেটি খুলে দেখা হবে। এরপরই প্রকৃত সত্য জানা যাবে।

এই ঘটনায় এলাকায় (Chanchura) স্বাভাবিকভাবেই উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একাধিক বাসিন্দা জানান, চারদিকে যেভাবে অপরাধ ও বিস্ফোরণের ঘটনা বাড়ছে, তাতে এরকম একটি বস্তুর উপস্থিতি ভয় ধরিয়ে দিয়েছে তাঁদের মনে। তাঁদের দাবি, পার্সেলটি কে বা কারা রেখেছে এবং এর ভিতরে ঠিক কী আছে, তা অবিলম্বে প্রকাশ্যে আনা হোক।

এদিকে পুলিশের তৎপরতায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তদন্ত চলছে এবং খুব শীঘ্রই পুরো ঘটনার বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন চুঁচুড়া থানার আধিকারিকরা। এলাকার মানুষ এই রহস্য দ্রুত উদঘাটনের অপেক্ষায় রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts