Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ‘এই জয় শুধু আমার নয়, অনুষ্কারও!’ আবেগে ভাসলেন বিরাট, চোখে জল ভক্তদেরও
খেলা

‘এই জয় শুধু আমার নয়, অনুষ্কারও!’ আবেগে ভাসলেন বিরাট, চোখে জল ভক্তদেরও

Email :12

১৮ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আইপিএল ট্রফি জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ৩ জুন মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এক রুদ্ধশ্বাস ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে এই ঐতিহাসিক জয় পায় তারা (Virat Kohli)।

জয়ের পর বিরাট কোহলি (Virat Kohli) আবেগাপ্লুত হয়ে তাঁর স্ত্রী ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কোহলি (Virat Kohli) বলেন, “ও আমার জীবনের প্রতিটি উত্থান-পতনে পাশে থেকেছে। ২০১৪ সাল থেকে ও নিয়মিত মাঠে এসেছে, আমাদের হারের যন্ত্রণা কাঁধে নিয়েছে। আজ ওর জন্যও এই জয় খুব স্পেশাল।”

কোহলি আরও বলেন, “একজন জীবনসঙ্গী যেভাবে সবকিছু ত্যাগ করে একজন খেলোয়াড়কে সাপোর্ট করে, সেটা বাইরের লোক বুঝতেই পারে না। অনুষ্কা সব কঠিন সময়ে আমার সঙ্গে থেকেছে, আমার চোখে জল এসেছে আজ, কারণ ও সবকিছু নিজে অনুভব করেছে।”

অনুষ্কা শর্মা ম্যাচে মাঠেই ছিলেন, আর ম্যাচ জয়ের পর দু’জন একে অপরকে জড়িয়ে ধরেন আবেগের মুহূর্তে। সেই সময় মাঠে উপস্থিত ছিলেন কোহলির ঘনিষ্ঠ বন্ধু ও প্রাক্তন সতীর্থ এবি ডি ভিলিয়ার্স। তিনজন একসঙ্গে উদযাপন করেন এই ঐতিহাসিক জয়।

কোহলি জানান, “এই জয় শুধু আমার নয়, এবি আর ক্রিস গেইলেরও। ওরাও আমাদের যাত্রার বড় অংশ ছিল।”

RCB এই মৌসুমে রাজত পাটিদারের অধিনায়কত্বে ও অ্যান্ডি ফ্লাওয়ারের কোচিংয়ে এক নতুন রূপে মাঠে নামে। তাদের সাহসী ও আগ্রাসী ক্রিকেট শেষমেশ এনে দেয় বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়নশিপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts