Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • সচিনও প্রশংসায় ভরালেন বিরাটকে! ‘যোগ্য দল, যোগ্য অধিনায়ক’
খেলা

সচিনও প্রশংসায় ভরালেন বিরাটকে! ‘যোগ্য দল, যোগ্য অধিনায়ক’

Email :33

১৭ বছরের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রথমবারের মতো আইপিএল ট্রফি জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ১৮তম আইপিএল মরসুমে বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বে স্বপ্নপূরণ হল লক্ষ লক্ষ সমর্থকের। মাত্র ৬ রানে রোমাঞ্চকর জয় এনে পঞ্জাব কিংসকে হারিয়ে ইতিহাস গড়ল আরসিবি (Virat Kohli)।

ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে পাল্টে যায় খেলার মোড়। যেখানে সকলেই ভাবছিলেন জোশ হেজেলউডের বোলিং হবে টার্নিং পয়েন্ট, ঠিক তখনই বাজিমাত করেন ক্রুণাল পাণ্ডিয়া। তাঁর বাঁহাতি স্পিনে চার ওভারে তুলে নেন গুরুত্বপূর্ণ উইকেট, আর তাতেই ম্যাচ চলে যায় আরসিবি’র দিকে। ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোনদের দুর্দান্ত ফিল্ডিংও ছিল এই জয়ের বড় কারণ।

আইপিএলের ইতিহাসে বারবার ট্রফির সামনে গিয়েও ফিরে আসতে হয়েছে আরসিবিকে (Virat Kohli)। বিরাট কোহলির নেতৃত্বে বারবার কাঁটা হয়ে দাঁড়িয়েছিল ভাগ্য। কিন্তু এইবার, ১৮ নম্বর জার্সিধারী সেই কোহলি ১৮তম আইপিএলেই এনে দিলেন কাঙ্ক্ষিত ট্রফি।

চলতি আইপিএলে কোহলি ১৫টি ম্যাচে করেছেন ৬৫৭ রান। ফাইনালে তাঁর ৪৩ রানের ইনিংস হয়তো কিছুটা ধীর গতির ছিল, কিন্তু সেই রান না হলে স্কোরবোর্ডে বড় রান উঠত না—আর তাতেই ম্যাচ হারত আরসিবি। তাই শেষমেশ, তিনিই (Virat Kohli) জয়ের ভিত্তি গড়েন।

ভারতীয় ক্রিকেটের প্রবাদপ্রতিম ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরও প্রশংসা করতে ভোলেননি। তিনি বলেন, “১৮ নম্বর জার্সিধারী খেলোয়াড় ১৮তম আইপিএলে ট্রফি জিতল—এটা সংখ্যাতত্ত্বের দারুণ মিল। আরসিবিকে ও কোহলিকে অনেক অভিনন্দন। পঞ্জাব কিংসও গোটা মরশুমে দারুণ খেলেছে, তাদেরও সাধুবাদ।”

এই জয় কেবল আরসিবির নয়, গোটা দেশের ক্রিকেটপ্রেমীদের স্বপ্নপূরণ। কারণ, এক বিরাট স্বপ্ন সত্যি করলেন বিরাট কোহলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts