Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ‘অভিশাপ ভাঙল! লাল রঙে ভাসবে বেঙ্গালুরু!’— ১৮ বছর পর ফাটল রঙিন আতশবাজি, কোহলির কান্না দেখল দেশ
খেলা

‘অভিশাপ ভাঙল! লাল রঙে ভাসবে বেঙ্গালুরু!’— ১৮ বছর পর ফাটল রঙিন আতশবাজি, কোহলির কান্না দেখল দেশ

Email :13

বহু প্রতীক্ষার পর অবশেষে চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ৩ জুন মঙ্গলবার আহমেদাবাদে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে ইতিহাস গড়ল দলটি (Virat Kohli)। এই জয়ের পর আবেগে ভেসে গেলেন বিরাট কোহলি। ম্যাচের শেষ বল পড়ার আগেই চোখে জল, হাঁটু গেঁড়ে মাটিতে বসে পড়েন কোহলি (Virat Kohli)।

ম্যাচ শেষে কোহলি (Virat Kohli) জানান, ৪ জুন বুধবার বেঙ্গালুরু শহরে হবে বিশাল বিজয় মিছিল ও উদযাপন। “পুরো শহর লাল রঙে রাঙাবে,” বলেন কোহলি।

বিজয়ের আনন্দে কোহলি (Virat Kohli) মাঠে জড়িয়ে ধরেন প্রাক্তন সতীর্থ এবি ডি ভিলিয়ার্সকে। পরে মাঠে অনুষ্কা শর্মার সঙ্গে আবেগঘন মুহূর্ত কাটান তিনি। কোহলি বলেন, “অনুষ্কা, এবি, গেইল— সবাই এই দলের ইতিহাসের অঙ্গ। ওদের সঙ্গে এই জয় ভাগ করে নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।”

তিনি আরও বলেন, “১৮ বছর ধরে আমি RCB-র হয়েই খেলছি, শুধু এই একটাই ট্রফির অপেক্ষায়। সমর্থকদের ভালোবাসা আমাকে কখনো দল ছাড়তে দেয়নি। এটা ওদের জন্যই।”

ক্রিস গেইল জানিয়েছেন, বুধবার হবে RCB-র বিজয় মিছিল। কোহলি বলেন, “একজন আমাকে ভিডিও পাঠিয়েছেন, পুরো শহর আতশবাজিতে ঝলমল করছে। আমি কিছু বলতেই পারছি না। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। কাল সেই অনুভূতি নিজেদের মধ্যে ভাগ করে নেব।”

কোহলি এই আইপিএল মরসুমে ১৫ ম্যাচে ৬৫৭ রান করে দলকে শীর্ষে পৌঁছে দেন। ফাইনালেও ৪৩ রানের মূল্যবান ইনিংস খেলেন। বোলিংয়ে দারুণ নেতৃত্ব দেন কুনাল পাণ্ড্য।

এই জয়ের পর বেঙ্গালুরু হয়ে উঠেছে উৎসবের শহর। রাতভর আতশবাজি, রাস্তায় মানুষ— যেন আইপিএল জয়ের চেয়েও বড় কোনো অর্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts