গ্রুপ লিগ থেকে ফাইনাল— প্রতিটি ম্যাচেই জয়, অবশেষে অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে ( U-19 Women’s T20 World Cup champions) অপরাজিত চ্যাম্পিয়ন ভারত। দাপট দেখিয়ে ট্রফি ( U-19 Women’s T20 World Cup champions) হাতে তুলে নিলো ভারতীয় মেয়েরা, ফাইনালে হারালো স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ( U-19 Women’s T20 World Cup champions)।
ভারতের অপরাজিত অভিযানের সংক্ষিপ্ত বিবরণ
গ্রুপ লিগে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ, মালয়েশিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার সিক্সে পৌঁছায়। এরপর বাংলাদেশ ও স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় নিশ্চিত করে সেমিফাইনালে ওঠে দল। সেখানে শক্তিশালী ইংল্যান্ডকে পরাজিত করে ফাইনালে পা রাখে ভারত। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া।
ভারতীয় বোলিংয়ের দাপট: প্রতিপক্ষ ব্যাটিং বিপর্যস্ত
৭টি ম্যাচের মধ্যে শুধুমাত্র ইংল্যান্ডই ভারতের বিপক্ষে ১০০ রানের গণ্ডি টপকাতে সক্ষম হয়। যা স্পষ্ট করে দেয় টুর্নামেন্টজুড়ে ভারতীয় বোলারদের দাপট।
ব্যক্তিগত পারফরম্যান্সেও ভারতীয়দের একাধিপত্য
পরিসংখ্যান বলছে, এবারের বিশ্বকাপে প্রায় প্রতিটি বিভাগেই ভারতীয় খেলোয়াড়দের আধিপত্য ছিল।
সর্বোচ্চ রান সংগ্রাহক
গঙ্গাদি তৃষা – ৭ ম্যাচে ৩০৯ রান সংগ্রহ করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার। তিনিই টুর্নামেন্টের একমাত্র সেঞ্চুরিয়ান।
সর্বোচ্চ উইকেট সংগ্রাহক
বৈষ্ণবী শর্মা – ৬ ম্যাচে ১৭ উইকেট, এর মধ্যে এক ইনিংসে ৫ উইকেটের নজির গড়েন।
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস
গঙ্গাদি তৃষা – স্কটল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১১০ রান, যা টুর্নামেন্টের সেরা ব্যক্তিগত ইনিংস।
সেরা বোলিং পারফরম্যান্স
বৈষ্ণবী শর্মা – মালয়েশিয়ার বিরুদ্ধে ৫ রানে ৫ উইকেট, বিশ্বকাপে এক ম্যাচে সেরা বোলিং পারফরম্যান্স।
সর্বোচ্চ স্ট্রাইক রেট
গঙ্গাদি তৃষা – ১৪৭.৩৪ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করে টুর্নামেন্টের সেরা স্ট্রাইক রেটের মালিক।
সর্বোচ্চ ব্যাটিং গড়
সোনিকা চালকে – বিশ্বকাপে সর্বোচ্চ ৮৪.০০ ব্যাটিং গড়ে রান সংগ্রহ করেন।
অভিনন্দন ব্লু ব্রিগেড!
এই টুর্নামেন্টে ভারতীয় দল যে দাপট দেখিয়েছে, তা এককথায় অনবদ্য। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং— প্রতিটি বিভাগেই ছিল দুর্দান্ত পারফরম্যান্স। অপরাজিত থেকে বিশ্বকাপ জেতার এই সাফল্য ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ শক্তিশালী হওয়ার ইঙ্গিত দিচ্ছে।